সৌদি আরবের কোম্পানির নাম ২৫০+ কোম্পানির জেনে নিন
২৫০+ সৌদি আরবের কোম্পানির নাম সম্পর্কে আপনি কি জানতে ইচ্ছুক? তাহলে আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনি জানতে পারবেন সৌদি আরবে বিভিন্ন ধরনের কোম্পানির নাম। সম্পূর্ণভাবে জানতে হলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
আপনি হয়তো সৌদি আরবের বিভিন্ন ধরনের কোম্পানির নাম জানেন না। কিন্তু আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি জেনে যাবেন সৌদি আরবের ২৫০+ কোম্পানির নাম। অনেকেই প্রবাসে যাওয়ার জন্য কোম্পানির নাম খুঁজে পান না। এবং কোন কোম্পানির সবচেয়ে ভালো সে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব।
পোস্ট সূচিপএঃ ২৫০+ সৌদি আরবের কোম্পানির নাম
- সৌদি আরবে কোম্পানির নাম
- সৌদি আল-মারাই কোম্পানি
- সৌদি আরামকো কোম্পানি
- সৌদি আল জাজিরা কোম্পানি
- সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় কোম্পানির
- সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ১০ টি তেল কোম্পানি
- সৌদি আরবের জনপ্রিয় ১০ টি ওষুধ কোম্পানির নাম
- সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ভোগ্যপণ্য কোম্পানি
- সৌদি আরবের ভালো কোম্পানির নাম
- সৌদি আরবের সেরা ১০ টি ডাইরেক্ট কোম্পানির নাম
- লেখকের মন্তব্যঃ ২৫০+ সৌদি আরবের কোম্পানির নাম
সৌদি আরবের কোম্পানির নাম
এই আর্টিকেলে আমরা আজকে জানব সৌদি আরবের বিভিন্ন সেক্টর অনুযায়ী কোম্পানির নাম সম্পর্কে। এবং আমরা জানবো সে সকল কোম্পানি কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সে সম্পর্কে। প্রতিবছর এই হাজার হাজার শ্রমিক সৌদি আরবের সরকার নিয়োগ দেয়। বাংলাদেশ থেকে অনেককেই সৌদি আরবে যাওয়ার চিন্তা-ভাবনা করে। বাংলাদেশ থেকে যারা সৌদি আরবের কোম্পানির ভিসা নিয়ে যেতে চান তাদের অবশ্যই জানা দরকার সৌদি আরবের কোম্পানির নাম সম্পর্কে।
আরো পড়ুনঃ সৌদি আরবে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি
তেল এবং গ্যাসের উপরে নির্ভর করে দেশটি বর্তমান অনেক উন্নতি হয়ে গিয়েছেন। এই উন্নতি দেশে বিভিন্ন দেশের মানুষ কাজের উদ্দেশ্যে যেয়ে থাকেন। সৌদি আরবে যাওয়ার আগে আপনাকে অবশ্যই সৌদি আরবের কোম্পানির নাম সম্পর্কে জানতে হবে। কারণ দালাল যাতে আপনাকে প্রতারণা করতে না পারে। বিশেষ করেন কোম্পানির চাকরিতে সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় এর কারণে দালাল রা কোম্পানির ভিসা নিয়ে বেশি প্রতারণা করে।
সৌদি আরবে কোম্পানিতে শ্রমিকরা দক্ষতা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। এ সকল কাজের মধ্যে সবথেকে জনপ্রিয় কাজ হচ্ছে মেকানিক ইলেকট্রিশিয়ান ড্রাইভিং গোডাউনের কাজ সেভ রেস্টুরেন্টে কুক ক্লিনার ইত্যাদি আরো জনপ্রিয় কার্য রয়েছে। শিক্ষাযোগ্যতা থাকলে পরে সৌদি আরবে যে অনেক বড় বড় চাকরি পাওয়া যায় সৌদি আরবের কোম্পানিতে শিক্ষা যোগ্যতা নিয়ে গেলে তাদের কোম্পানির অনেক বড় পদে তারা দিতে পারে। চলুন আমরা এখন জেনে নেই সৌদি আরবের বিভিন্ন ধরনের কোম্পানির নাম কি কি রয়েছে।
সৌদি আল-মারাই কোম্পানি
সৌদি আল-মারাই কোম্পানি এই কোম্পানিটি সৌদি আরবের মধ্যে অনেক ভালো একটি কোম্পানি। আপনি যদি এই সকল কোম্পানিতে জব করতে চান তাহলে আপনার অবশ্যই এই কোম্পানি সম্পর্কে অনেক ধারণা রাখতে হবে। কোম্পানির দিক দিয়ে এই কোম্পানিতে সৌদি আরবের মধ্যে ৫ নাম্বারে রয়েছে এ ছাড়াও এ কোম্পানিতে ভালো বেতন দেয়। এখানে আপনি ইচ্ছা করলে ওভার ডিউটি করেও অনেক টাকা ইনকাম করে নিতে পারবেন।
সৌদি আল-মারাই কোম্পানি যা সুবিধা রয়েছে
- এই কোম্পানিতে প্রতিদিন ৮ ঘন্টা করে ডিউটি করতে হয়। এবং ডিউটির পরে ওভারটাইমের সুযোগ রয়েছে।
- কোম্পানির দিক দিয়ে সৌদি আরবের মধ্যে এটি পঞ্চম বৃহত্তম তে রয়েছে।
- এ কোম্পানিতে বেতনের দিক দিয়ে অনেক ভালো সর্বনিম্ন বেতন ১৪০০ রিয়াল। এবং পরবর্তীতে বেতন অনেক হয়ে যায়।
- এই কোম্পানিতে যারা জব করে তাদের জন্য থাকা খাওয়ার সুযোগ সুবিধা রয়েছে।
- এ কোম্পানিতে জব করতে করতে যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে এই কোম্পানির চিকিৎসার দায়িত্ব নেবে।
এই কোম্পানিতে যদি আপনি জব করেন তাহলে বুঝতে পেরেছেন আপনার কত সুযোগ সুবিধা রয়েছে। তাই শিক্ষা যোগ্যতা যোগ্যতা নিয়ে এই কোম্পানিতে খুব দ্রুতভাবেই আপনি জব করে নিতে পারবেন।
সৌদি আরামকো কোম্পানি
সৌদি আরামকো কোম্পানি হল একটি তেল কোম্পানি এই কোম্পানিটি ১৯৩৩ সাল প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর মধ্যে সবথেকে বড় কোম্পানি বর্তমানে সৌদি আরামকো কোম্পানির। এই কোম্পানিতে প্রায় প্রতি বছরে কাজের জন্য বিভিন্ন দেশের মানুষ নিয়োগ দিয়ে থাকেন। এ কোম্পানিতে কাজ করতে হলে শিক্ষাগত অর্জন থাকতে হবে আপনার এবং সর্বনিম্ন তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তা না হলে আপনি এই কোম্পানিতে চাকরি করতে পারবেন না।
আরো পড়ুনঃ সৌদি আরবে কোন কাজের বেতন সবচেয়ে বেশি
এই কোম্পানিতে বেতন বিভিন্ন রকমের দিয়ে থাকে আপনি যদি মাসিক বেতন নিয়ে থাকেন তাহলে তারা মাসিক বেতন অনুযায়ী দেবে এবং আপনি যদি পার্টটাইম হিসেবে বেতন নিতে চান তাহলে আপনার বেতন ঘন্টা হিসেবে দেওয়া হবে। এছাড়াও এই কোম্পানিতে আরও অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে যেমন রমজান মাস আসলে রমজানের বোনাস পাবেন এবং ঈদের সময় আপনি যা বেতন পাবেন ঈদ বোনাস ও সেম বেতন পাবেন।
সৌদি আরামকো কোম্পানি সুযোগ-সুবিধা
- এই কোম্পানিতে আপনি জব করলে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন যেখানে সেখানে।
- এই কোম্পানিতে জব করলে এই কোম্পানি আপনার খাবারের দায়িত্ব নিয়ে নিবে
- আপনি যদি এই কোম্পানিতে চাকরি করার পাশাপাশি পড়াশোনা করতে চান তাহলে সেসব সুযোগ-সুবিধা ও রয়েএর।
- এই কোম্পানিতে আপনি বাড়ি থেকেই কাজ করার সুযোগ-সুবিধা পেয়ে থাকবেন।
- এছাড়াও আরো অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এই কোম্পানিতে।
সৌদি আল জাজিরা কোম্পানি
সৌদি আরবদের মধ্যে অন্যতম বড় একটি কোম্পানির নাম হচ্ছে সৌদি আল জাজিরা কোম্পানি। এই কোম্পানি রঙের কোম্পানি এই কোম্পানিতে অনেক দোকান এবং শোরুম রয়েছে যেখানে কাজ করার জন্য অনেক লোকজন লাগে। এ কোম্পানিতে কাজ করলে বেশি কষ্ট করা লাগে না। এই কোম্পানির কাজ হচ্ছে যে সকল কাস্টমার আসবে দোকানে তাদেরকে মাল পাতি দেখানো এবং মালপাতে বুঝিয়ে দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আসা এটি তাদের মূলত কাজ। এ কোম্পানিতে মূলত ৮ ঘন্টা ডিউটি করতে হয় এবং এর পাশাপাশি আপনি ২-৩ ঘন্টা ওভার ডিউটি করতে পারবেন। এতে করে আপনি বেশি টাকা পাবেন।
সৌদি আল কোম্পানিতে সুযোগ সুবিধা
- এই কোম্পানিতে আপনি যদি জব করেন তাহলে আপনার আকামার খরচ তারা চালাবে।
- থাকার খরচ এ কোম্পানি চালাবে।
- কিন্তু আপনার খাওয়ার খরচ এই কোম্পানির চালাবে না। এইটা আপনার নিজেই বহন করতে হবে।
সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় কোম্পানির
সৌদি আরবের বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। যারা সৌদি আরবের কোম্পানির ভিসা নিয়ে যেতে চান তাদের অবশ্যই জনপ্রিয় কোম্পানির নাম সম্পর্কে জানা দরকার। চলুন তাহলে বিস্তারিত ভাবে জেনে নেই সৌদি আরবে সবচেয়ে জনপ্রিয় কোম্পানির নাম সম্পর্কে।
ক্রমিক নম্বর | কোম্পানির নাম |
---|---|
১ | STC Group |
২ | Mobilyb |
৩ | Hajar |
৪ | careem |
৫ | Noon |
৬ | Elm |
৭ | SASCO Trading ltd |
৮ | Abdullah Al Othaim Markets |
৯ | Zain KSA |
১০ | Nsdec Company |
১১ | Samba KSA |
১২ | Napco National Packagimg |
১৩ | Nades company |
১৪ | MBC Group |
১৫ | SPTC |
প্রিয় পাঠক আমরা এত সময় জানলাম সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় কোম্পানির নাম সম্পর্কে।সৌদি আরবের মধ্যে এই ১৫ টি কোম্পানি হল সব থেকে জনপ্রিয় কোম্পানি। সৌদি আরবের নামকরা কোম্পানি এগুলোই। এই কোম্পানিগুলোতে অনেক সুযোগ-সুবিধা রয়েছে। তাই আপনি যদি চান আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ১৫ টি কোম্পানির মধ্যে যেকোনো একটির মধ্যে আপনি চাকরি করতে পারেন।
সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ১০ টি তেল কোম্পানি
এখন আমরা জানব সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ১০ টি তেল কোম্পানির নাম সম্পর্কে। অনেকেই সৌদি আরবের তেল কোম্পানিতে চাকরি পেয়ে থাকেন। কিন্তু তারা কেউ কোম্পানির নাম সম্পর্কে জানেন না। আবার অনেকেই এরকম কোম্পানিতে জব করতে চান।
কিন্তু তেল কোম্পানির নাম তারা জানে না। এখন আপনি জানতে পারবেন সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় যে ১০ টি তেল কোম্পানি রয়েছে তার নাম সম্পর্কে।
ক্রমিক নম্বর | তেল কোম্পানির নাম |
---|---|
১ | সৌদি আরামকো |
২ | সৌদি কায়ান |
৩ | ইয়ানবু অ্যারামকো সিনোপেক রিফাইনিং |
৪ | লুবরেফ |
৫ | আরবিয়ান পেট্রোকেমিক্যাল |
৬ | অ্যারামকো জিডি |
৭ | বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন |
৮ | চায়না ন্যাশনাল পেট্রোকেমিক্যাল কর্পোরেশন |
৯ | রিলায়েস্ন ইন্ডাস্ট্রিজ লিমিটেড |
১০ | ইয়ানুব অ্যারামেকো সিনোপেক রিফাইনিং |
সৌদি আরবের জনপ্রিয় ১০ টি ওষুধ কোম্পানির নাম
সৌদি আরবের জনপ্রিয় ওষুধ কোম্পানির নাম সম্পর্কে অনেকেই জানেন না। অনেকেই সৌদি আরবে ওষুধ কোম্পানির নিয়োগ পেয়ে থাকে। কিন্তু তারা সৌদি আরবের ঔষধ কোম্পানির নাম সম্পর্কে জানে না। ওষুধ কোম্পানিতে জব করতে গেলে আপনাকে অবশ্যই ওষুধ কোম্পানির নাম সম্পর্কে জানতে হবে। সৌদি আরবের জনপ্রিয় ওষুধ কোম্পানির নাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই।
ক্রমিক নম্বর | ওষুধ কোম্পানির নাম |
---|---|
১ | রিম ফার্মসিউটিক্যালস |
২ | জাফার ফার্মসিউটিক্যালস |
৩ | আল-রাজি ফার্মসিউটিক্যালস |
৪ | আল-মোয়োজাহ ফার্মসিউটিক্যালস |
৫ | ইউনাইটেড ফার্মসিউটিক্যালস |
৬ | ইবনে সিনা ন্যাশনাল ফার্মসিউটিক্যালস |
৭ | সৌদি ফার্মসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ |
৮ | সৌদি অ্যাডভান্সড ফার্মসিউটিক্যালস |
৯ | তাবুক ফার্মসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং |
১০ | ন্যাশনাল ফার্মসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ |
এ দশটি হল সৌদি আরবের সবথেকে জনপ্রিয় ওষুধ কোম্পানির নাম। তাই যারা সৌদি আরবে ওষধ কোম্পানিতে চাকরিতে যেতে চাচ্ছেন তাদের এই জনপ্রিয় কোম্পানির নাম সম্পর্কে ধারণা রাখতে হবে এবং নাম জানতে হবে। এই আর্টিকেলের সম্পূর্ণভাবে জানবেন সৌদি আরবের কোম্পানির নাম সম্পর্কে। বিস্তারিত ভাবে আরো জানতে হবে নিচে পড়তে থাকুন।
সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ভোগ্যপণ্য কোম্পানি
আমরা এখন জানব সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ভোগ্যপণ্য কোম্পানির নাম সম্পর্কে। অনেকেই সৌদি আরবে ভোগ্য পণ্য কোম্পানিতে কাজে যেয়ে থাকে। কিন্তু তারা জানে না সৌদি আরবের সবথেকে জনপ্রিয় ভোগ্য পণ্য কোম্পানি কোনগুলো রয়েছে। এবং আপনারা যারা বর্তমানে সৌদি আরবে যেতে চাচ্ছেন ভোগ্যপন্য কোম্পানিতে তারা সৌদি আরবের সবথেকে জনপ্রিয় ভোগ্য পণ্য কোম্পানির নাম সম্পর্কে জেনে যান
ক্রমিক নম্বর | ভোগ্যপণ্য কোম্পানির নাম |
---|---|
১ | Al Sorayai Group |
২ | Al Othaim Holding |
৩ | Al Rabie Saudi Foods |
৪ | Almarai Company |
৫ | Arabian Food Industries |
৬ | Savola |
৭ | Saudia Dairy & Food Industrics |
৮ | United Matbouli |
৯ | Almunajem Foods |
১০ | National Food Indstries |
সৌদি আরবের ভালো কোম্পানির নাম
সৌদি আরবের ভালো কোম্পানির নাম সম্পর্কে আমরা এখন বিস্তারিত ভাবে জানবো।অনেকেই সৌদি আরবের নানান ধরনের কোম্পানির নাম সম্পর্কে জানেন না কিন্তু আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনি জেনে যাবেন সৌদি আরবের বিভিন্ন ধরনের কোম্পানির নাম।
চলুন বিস্তারিত ভাবে আমরা জেনে নেই। এই আর্টিকেল আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন সৌদি আরবের কোম্পানির নাম সম্পর্কে।
ক্রমিক নম্বর | ভালো কোম্পানির নাম |
---|---|
১ | Al Sorayai Group |
২ | Al Othaim Holding |
৩ | Al Rabie Saudi Foods |
৪ | Almarai Company |
৫ | Arabian Food Industries |
৬ | Savola |
৭ | Saudia Dairy & Food Industrics |
৮ | United Matbouli |
৯ | Almunajem Foods |
১০ | National Food Indstries |
১১ | Al Rajhi Bank |
১২ | Riyad Bank |
১৩ | Sabic |
১৪ | Mobily |
১৫ | Tasnee |
১৬ | SABB |
১৭ | Arab National Bank |
১৮ | SAFCO |
১৯ | Yansab |
২০ | The Savola |
২১ | Dar Al Arkan |
২২ | Petro Rabibh |
২৩ | Bank Albilad |
২৪ | Tawuniya |
২৫ | Yamama Cament |
২৬ | Siochem |
২৭ | Saudi Investment Bank |
২৮ | Ma aden |
২৯ | Bank Aljazira |
৩০ | jarir Bookstore |
৩১ | Kingdom Holding |
৩২ | Dar Al Arkan |
৩৩ | Sahara Oetrochemicals |
৩৪ | Medgulf |
৩৫ | Zamil Industrial |
৩৬ | Zain KSA |
৩৭ | Arabian Cement |
৩৮ | Kayan |
৩৯ | Qassim Cement |
৪০ | Astra Industrial Froup |
৪১ | Al Hokari |
৪২ | Medguif |
৪৩ | Saudi Explosive Manufactuer |
৪৪ | Southern ProVience Cements |
৪৫ | Astra Inustrial |
৪৬ | Aseer Corp |
৪৭ | Othaim Markets |
৪৮ | NADEC |
৪৯ | Alabdulla Atif |
৫০ | Chemanol Group |
৫১ | Exrtra |
৫২ | Al Akaria |
৫৩ | Shdafco |
৫৪ | GASCO |
৫৫ | row55 col 2 |
৫৬ | EMAAR KSA |
৫৭ | Taib Holding |
৫৮ | Sharco Group |
৫৯ | Mohammad Al Mojil |
৬০ | Herfy |
৬১ | Bupa Arabia |
৬২ | Alujain Corporation |
৬৩ | Tameer |
৬৪ | Red Sea Housing Services |
৬৫ | Saudi Paper Manufacturing Company |
৬৬ | petrochem |
৬৭ | United Wires Factory |
৬৮ | AL Jouf Cement Compny |
৬৯ | Halwani Bros |
৭০ | Saudi Steel Pipe |
৭১ | jabal Omar |
৭২ | Bupa Arabia |
৭৩ | NADEC |
৭৪ | Yanbu Cement Company |
৭৫ | Almarai Company |
৭৬ | National Petrochemical |
৭৭ | Arab National Bank |
৭৮ | Bin Dowood Holding |
৭৯ | MBC Group |
৮০ | Samba KSA |
৮১ | Saudi Arabian Amiantit |
৮২ | Saudi Industrial Investement |
আমরা এত সময় জানলাম সৌদি আরবের ভালো কোম্পানির নাম সম্পর্কে। সৌদি আরবের মধ্যে এ সকল কোম্পানিগুলো অনেক ভালো রয়েছে। তাই যারা নতুন আসতে চাচ্ছেন তারা এই ৮২ টি কোম্পানির মধ্যে যেকোনো একটি কোম্পানিতে এসে চাকরি করতে পারবেন। এটা আপনি অনেক সুযোগ-সুবিধা পাবেন এবং আপনি প্রতিমাসে ভালো টাকায় করতে পারবেন।
সৌদি আরবের সেরা ১০ টি ডাইরেক্ট কোম্পানির নাম
সৌদি আরবের সেরা ১০ টি ডাইরেক্ট কোম্পানির নাম সম্পর্কে চলুন আমার এখন বিস্তারিত ভাবে জেনে নেই। যারা একদম নতুন সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ডাইরেক্ট কোম্পানিগুলো তে আসবে অনেক সুযোগ সুবিধা পাবেন। এবং চেষ্টা করবেন এই ডাইরেক্ট কোম্পানির ভিসা নেওয়ার। চলবেন তাহলে আমরা জেনে নেই সৌদি আরবের সেরা সাতটি ডাইরেক্ট কোম্পানির নাম।
ক্রমিক নম্বর | ডাইরেক্ট কোম্পানির নাম |
---|---|
১ | Samba KSA |
২ | SAPTCO |
৩ | SACO Word Company |
৪ | Napco National Packaging |
৫ | Nadec Company |
৬ | MBC Group |
৭ | SASCO Trading LTD |
৮ | The Savola Group |
৯ | Al Hokair Group |
১০ | Saudi Ceramic Company |
লেখকের মন্তব্যঃ ২৫০+ সৌদি আরবের কোম্পানির নাম
প্রিয় পাঠক আমরা এত সময় জানলাম সৌদি আরবের কোম্পানির নাম সম্পর্কে। আশা করি আপনি বিস্তারিত ভাবে জানতে পেরেছেন সৌদি আরবের কোন কোম্পানিগুলো ভালো এবং কোন কোম্পানিতে আপনি চাকরি করে আপনার জন্য সবথেকে ভালো হবে সেই সম্পর্কে। এবং আমরা আরো জানিয়েছি সৌদি আরবের বিভিন্ন ধরনের কোম্পানির নাম সম্পর্কে। এ সকল কোম্পানির নাম আপনি জেনে তারপরে সৌদি আরবে সুন্দর ভাবে চলে যেতে পারবেন। এবং আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি সম্পর্কে অবশ্যই আপনি কিছুই একটু ধারণা নিয়ে যাবেন। আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।
সাব্বির গাইড বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url