Terms & Conditions

sabbirgidebd তে প্রকাশিত বিভিন্ন ধরনের তথ্য এবং বিভিন্ন ধরনের কনটেন্ট সংরক্ষণ ও ব্যবহারের পূর্বে আপনাকে "Terms & Conditions" অংশটি পড়তে আসার জন্য স্বাগত। একজন পাঠক যখন পড়তে আসবেন কিংবা আমাদের ব্লগার সাইটটি দেখতে আসবেন তখন তার জন্য Terms & Conditions অংশটি পড়তে হবে এবং যে সকল শর্ত থাকবে সেই সকল শর্ত অনুযায়ী আপনি যদি ভিজিট করতে পারেন তাহলে sabbirgidebd সাইডে আপনি প্রবেশ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। ব্যবহারে পূর্বে যে সকল শর্ত গুলো আমরা দিয়েছি এ সকল শর্ত আপনাকে মানতে হবে।

ব্যবহারে শর্তবলী

১. sabbirgidebd তে বিভিন্ন ধরনের তথ্য এবং ভিডিও ছবি গ্রাফিক্স সহ যাবতীয় যে সকল কন্টেন্ট পাবলিক করা হয় সেটির জন্য sabbirgidebd নিজস্ব মেধা ব্যবহার করে। বাণিজ্য বা অবাণিজ্যক কোন ধরনের কনটেন্ট অন্যান্য কাজে ব্যবহার করা যাবে না। তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে sabbirgidebd এর এডমিন।

২. sabbirgidebd শুধুমাত্র পড়া কিংবা জানার জন্য এই সাইডে সকল ধরনের কনটেন্ট সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু এর বাইরে অন্যান্য কাজে ব্যবহার করা যাবে না এটি সম্পূর্ণভাবে নিষেধ করেছে sabbirgidebd এর এডমিন। sabbirgidebd এর এডমিন বাদে এডমিনের অনুমতি ছাড়াই যদি কোন ধরনের কনটেন্ট হুবহু কপি করা হয় তাহলে আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই sabbirgidebd কনটেন্ট কপি করা থেকে বিরতি থাকবেন।

৩. যে সকল সেবা গ্রহণকারী পাঠক কিংবা ভিজিটর ব্যক্তি যখন sabbirgidebd ওয়েবসাইটে এসে সেবা গ্রহণ করে এবং তারা যদি কোন ধরনের সমস্যা হয় তাহলে sabbirgidebd এর কর্তৃপক্ষ ১০০% সুরক্ষার দায়িত্ব দিতে পারবে না। sabbirgidebd ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন তাই আপনার সকল ধরনের ডিভাইসের সুরক্ষিত নিশ্চিত করে তারপরে প্রবেশ করবেন।

৪. sabbirgidebd এর এডমিন যে কোন সময় তার ওয়েবসাইটে থাকা যেকোনো কনটেন্ট কিংবা সংযোগের স্থায়ীভাবে সরিয়ে ফেলার ক্ষমতা রাখেন। তাই এই সকল বিষয়ে কোনো ভিজিটর কিংবা পাঠকের কোন প্রকার অনুরোধ অগ্রহণযোগ্য।

৫. sabbirgidebd এর এডমিন কখনোই কোন পাঠক কিংবা ভিজিটরের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে এবং অন্য কারোর কাছে তার ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করে না। তবে আপনি কমেন্ট করে জানানোর পরে যে ধরনের সেবা আপনি পেতে চাচ্ছেন এই ধরনের বিষয়ের উপরে কন্টেন্ট লেখা বা তথ্য দেওয়া sabbirgidebd এর কাজ। তাই আপনার যদি কোন ধরনের মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। জানানোর মাধ্যমে sabbirgidebd এর কর্তৃপক্ষ আপনাকে যথাসময়ে সাহায্য করবে.

৬. sabbirgidebd তে কোন ধরনের কনটেন্ট যদি তথ্যের মধ্যে ভুল থাকে তাহলে সেটি sabbirgidebd সংশোধন করবে। মানুষ মাত্রই ভুল তাই কনটেন্টের মধ্যে ভুল থাকলে এই sabbirgidebd কর্তৃপক্ষ খুব দ্রুতভাবে সংশোধন করে দেন।

পোস্ট করার নির্দেশনা

১. নিজের মেধা কাজে লাগিয়ে বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় যেকোনো ধরনের আর্টিকেল তারা হুবহু বাংলায় অনুবাদ না করে নিজের মেধা কাজে লাগিয়ে তারা পোস্ট করে। এইসবের ক্ষেত্রে কোন ধরনের সমস্যা সৃষ্টি হলে sabbirgidebd এর এডমিন যে কোন সময়ে এই ধরনের পোস্ট সরিয়ে ফেলার ক্ষমতা আছে।

২. যেকোনো ধরনের আর্টিকেল অর্ধেক লেখার পরে পোস্ট করা যাবে না এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পুরো পোষ্ট লেখার পরে তারপরে পোস্ট পাবলিক করতে হবে।

৩. পোষ্টের মধ্যে কোন প্রকারের এফিলিয়েট মার্কেটিং কিংবা এলিংক জাতীয় কোন ধরনের লিংক সংযুক্ত বা দেওয়া যাবে না। এটি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছে sabbirgidebd এর এডমিন।

৪. অশ্লীল দেশের বিরুদ্ধে কোন ধরনের পোস্ট লেখা যাবে না। এটি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।

৫. ধর্মীয় এর উপরে আঘাত এনে কোন ধরনের পোস্ট করা যাবে না। এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন sabbirgidebd এর এডমিন।

৬. রাজনৈতিক আঘাত দিয়ে কোন দলের বিরুদ্ধে কোন ধরনের পোস্ট লেখা যাবে না।

৭. যে সকল পোস্ট দেখে পাবলিকে রেগে যাবে কিংবা বিরক্তকর হবে সেই ধরনের পোস্ট লেখা নিষিদ্ধ।

মন্তব্য করার নির্দেশ সমূহে

১. যেকোনো ধরনের আর্টিকেল পড়ে যদি কোন ধরনের ভুল থাকে কিংবা অতিরিক্ত আরো কিছু দিতে sabbirgidebd এর কর্তৃপক্ষ ভুলে গিয়েছে সেটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন।

২. প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত কোন ব্যক্তির কিংবা তৃতীয় কোন ব্যক্তি মন্তব্য করা নিষিদ্ধ।।

৩. কোন ব্যক্তিকে আঘাত করে কোন ধরনের কমেন্ট করা যাবে না এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

৪. কনটেন্টের সাথে সম্পর্কহীন এমন কোন ধরনের বিষয় নিয়ে কমেন্ট করা যাবে না। এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

৫. অশ্লীল ও খারাপ কোন ধরনের মন্তব্য করা যাবে না।

৬. বাংলাদেশের যে সকল আইন রয়েছে সে সকল আইন অবলম্বন করে কমেন্ট করতে হবে।

যদি কোন পাঠক sabbirgidebd এর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাদের যোগাযোগ পেজে যেয়ে sabbirgidebd এর এডমিনের সঙ্গে আপনি সরাসরি ভাবে যোগাযোগ করতে পারবেন। sabbirgidebd কর্তৃপক্ষ যে সকল শর্তগুলো Terms & Conditions মধ্যে দেয়া রয়েছে এ সকল তথ্যগুলো অবলম্বন করে sabbirgidebd ওয়েবসাইট ব্যবহার করবেন। এত সময় ধরে এটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাব্বির গাইড বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url